ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

গণ অনশন সামনে রেখে যৌথ সভা মহানগর বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১১

ঢাকা: গণ-অনশণের প্রস্তুতি হিসেবে যৌথ সভা করেছে ঢাকা মহানগর বিএনপি। আগামী বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এই গণ-অনশন কর্মসূচি হবে।



টানা ৪৮ ঘণ্টার হরতালে পুলিশি হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন ও বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিএনপি এ কর্মসূচি দিয়েছে।

এ কর্মসূচি সফল করতে সোমবার বিকেলে রাজধানীর ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে যৌথ সভা হয়।

সভা পরিচালনা করেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম।

সভায় মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়করা উপস্থিত ছিলেন। আরো ছিলেন বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ও ঢাকা মহানগর বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভায় নেতাকর্মীদের বুধবারের গণ-অনশন সফল করার নির্দেশ দেওয়া হয়। মহানগর ইউনিটকে শক্তিশালী করার তাগিদ দেওয়া হয় মাঠ পর্যায়ের নেতাদের।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।