ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জনগণ রক্তাক্ত গণতন্ত্র চায় না: ফিরোজ রশিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১১

ঢাকা: সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেছেন, ‘জনগণ রক্তাক্ত গণতন্ত্র দেখতে চায় না। ‘৯০ এর পরে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছিল, সে গণতন্ত্র আজ হুমকির মূখে পড়েছে।



সোমবার কলাবাগন সুলতানা টাওয়ারে কলাবাগান জাতীয় পার্টির এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, যে সরকারই যখন ক্ষমতায় এসেছে, তারা কেহই গণতন্ত্রের চর্চা করেনি, বরং গণতন্ত্রের লেবাসে নিজস্ব শাসনতন্ত্র কায়েম করার অপচেষ্টা চালিয়েছে। বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারকের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এটা গণতন্ত্রের কোন সংজ্ঞা হতে পারে না। ’
 
তিনি বলেন, ‘আগেও দেখেছি গণতন্ত্র রক্ষার কথা বলে তৎকালীন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমকে রক্তাক্ত অবস্থায় রাজপথে পড়ে থাকতে। ’

‘দেশের এই বিরাজমান হানাহানি জাতিকে মহা বিপর্যয়ের দিকে ঠেলে দেবে, যা সাধারণ মানুষের কাম্য নয়। ’


ইসহাক ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- ইন্টারন্যাশনাল বক্সিং ফেডারেশন রেফারি জাজ এম.এ কুদ্দুস খাঁন, জাপা নেতা জাহিদ হোসেন বিপ্ল¬ব, অপু শিকদার প্রমূখ।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad