ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

লাঠি দিয়ে হরতাল করা যায় না: নাসিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১১

ঢাকা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, ‘লাঠি ব্যবহার করে হরতাল করা যায় না। তাই আজ যেমন কোথাও হরতাল হয়নি তেমনি গতকালও হরতাল হয়নি।

সাধারণ মানুষ ধর্মব্যবসায়ীদের কর্মসূচি প্রত্যাখান করেছে।

সোমবার জয়কালী মন্দির রোডস্থ রামসীতা মন্দিরে উল্টো রথযাত্রা উপলক্ষে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অযৌক্তিক হরতাল’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত্যবে তিনি একথা বলেন।
 
মোহাম্মদ নাসিম বলেন, ‘বাংলাদেশ একটি ধর্ম নিরপক্ষে দেশ। স্বাধীনতা অর্জনে সকল ধর্মের জনগণের অবদান ছিল। কিন্তু কিছু ধর্ম ব্যবসায়ী অন্য ধর্মের লোকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কর্মসূচি দিচ্ছে। রথযাত্রার দিনে একদল হরতাল ডেকে বাধার সৃষ্টি করেছে, তেমনি আজও আর একপক্ষ উল্টো রথযাত্রার দিনে হরতাল ডেকে বাধার সৃষ্টি করেছে। ’

তিনি আরো বলেন, ‘ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার জন্য পাকিস্থান খ- বিখ- হয়েছে। আমাদের এখানেও কথিত ধর্মব্যবসায়ীরা নিজেদের স্বার্থ রক্ষায় ধর্ম নিয়ে বাড়াবাড়ি শুরু করেছে। তারা অযৌক্তিক দাবিতে হরতালের নামে সাধারণ মানুষসহ পুলিশের উপর আঘাত করেছে। ’  

বিএনপির উদ্দ্যেশে তিনি বলেন, ‘বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যেখানে সকল ধর্মের লোক শান্তিতে বসবাস করতে পারে। কিন্তু বিএনপি চায় এদেশে আবার জঙ্গিবাদের উত্থান হোক। ’

তিনি আরো বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সাধারণ মানুষের মন জয় করা যায় না। আপনাদের কোন কথা থাকলে সংসদে গিয়ে বলুন। কোন অপশক্তির কাছে বর্তমান সরকার মাথা নত করবে না। ’

মন্দির পরিচালনা কমিটির সভাপতি গণেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এমএ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপাপ্ত সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, ৭৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশিকুর রহমান চৌধুরী প্রমুখ।

আলোচনা সভা শেষে উল্টো রথযাত্রা মন্দিরের সামনে থেকে শুরু হয়ে গুলিস্তান, নবাবপুর, টিপু সুলতান রোড, ওয়ারী হয়ে মন্দিরে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।