ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘পৈশাচিক উন্মত্ততায় নারীরও রেহাই নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১১
‘পৈশাচিক উন্মত্ততায় নারীরও রেহাই নেই’

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারের পৈশাচিক উন্মত্ততা থেকে নারীরাও রেহাই পাচ্ছে না। ’

সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।



মহিলা দলের নেতা নাজমা কবীর, স্বামী হুমায়ুন কবীর, ছেলে রবিন ও মেয়ে এ্যানিকে গ্রেপ্তার করে পুলিশি নির্যাতনের অভিযোগে জাতীয়তাবাদী মহিলা দল এ সংবাদ সম্মেলন আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বর্তমান সরকার কথায় কথায় নারীর অধিকার ও মর্যাদা রক্ষার ধুয়ো তোলেন। নতুন করে প্রণয়ন করেন নারীনীতি। অথচ তাদের পৈশাচিক উন্মত্ততা থেকে রেহাই পাচ্ছে না নারীরা। ’

তিনি বলেন, ‘জাতীয়তাবাদী মহিলা দলের নেতা নাজমা বেগম ও তার শিশু কন্যা এ্যানিকে বিনা অপরাধে থানায় ধরে নিয়ে নির্দয়ভাবে পিটিয়েছে দারুসসালাম থানার ওসি। হরতালের দিন মহিলা দলের সভানেত্রী নূরী আরা সাফাসহ গুলশান থেকে বেশ কয়েকজন মহিলাদল নেত্রীকে গ্রেপ্তার করে তাদের ওপর চালানো হয়েছে নির্মম-নির্যাতন। দেওয়া হয়েছে মিথ্যা মামলা। ’

তিনি বলেন, ‘কেবল নারী নয়- আপনারা দেখেছেন ৩০ ঘণ্টার হরতালে কিভাবে দেশের আলেম-ওলামাদের নির্মমভাবে পিটিয়েছে সরকারের পুলিশ বাহিনী ও ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা। ’

সরকার উন্মত্ত হয়ে উঠেছে মন্তব্য করে তিনি বলেন, ‘ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক জামিনের জন্য আদালতে হাজির হতে এম্বুলেন্সে উঠলে তাকে আদালতে আসতে দেওয়া হয়নি। এতে পুলিশের আঘাতে ছিড়ে যাওয়া পায়ের লিগামেন্ট লাগানোর জন্য তিনি বিদেশে যেতে পারছেন না। আমরা সরকারের এই আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। ’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, মহিলা দলের সভানেত্রী নূরী আরা সাফা, সিনিয়র সহ-সভাপতি রাবেয়া সিরাজ, ঢাকা মহানগর মহিলা দলের সভানেত্রী সুলতান আহমেদ, পুলিশের নির্যাতনের শিকার মহিলা দলের নেতা নাজমা কবীর ও তার পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।