ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মঙ্গলবার ফারুককে আদালতে হাজির করার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১১
মঙ্গলবার ফারুককে আদালতে হাজির করার নির্দেশ

ঢাকা: বিরোধীদলী চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার মধ্যে আদালতে হাজির করার জন্য ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ তথ্য দেন।



সূত্র জানায়, সোমবার তার আদালতে হাজির হওয়ার কথা ছিল। তার আইনজীবী অভিযোগ করেন, রাস্তায় আসতে বাধা দেওয়া হয়েছে। ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, অ্যাড. খন্দকার মাহবুব হোসেন ফারুকের পক্ষে আদালতে লড়ছেন।

পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা করে তেজগাঁও থানা পুলিশ। ওই মামলায় সোমবার আদালতে হয়ে জামিন নেওয়ার কথা ছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডিএজি মোহাম্মদ আলী কিসুল শুনানিতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জুলাই ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।