bangla news

ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৪-১৫ ২:১৬:৫০ এএম

পূর্ণাঙ্গ দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির উদ্যোগে তাকে সংবর্ধনা দেওয়া হবে।

ঠাকুরগাঁও: পূর্ণাঙ্গ দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির উদ্যোগে তাকে সংবর্ধনা দেওয়া হবে।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেলা বিএনপির সহ সভাপতি ও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন বাংলানিউজকে জানান, বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুরে নামবেন মির্জা ফখরুল। পরে সড়কপথে ঠাকুরগাঁওয়ে আসবেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব থেকে পূর্ণাঙ্গ মহাসচিব হওয়ার পর এটিই তার প্রথম নিজ জেলা সফর। সফর শেষে শনিবার সকালে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

বাংলাদশেসময়: ১২১২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
এসআরএস/এসআর

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2016-04-15 02:16:50