ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

যুদ্ধাপরাধের বিচার ঠেকানোই বিএনপি-জামায়াতের ইস্যু: সৈয়দ আশরাফ

সিনিয়র করেসপডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০১০
যুদ্ধাপরাধের বিচার ঠেকানোই বিএনপি-জামায়াতের ইস্যু: সৈয়দ আশরাফ

ঢাকা: বিরোধী দল বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছেন, সম্ভব হলে তারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মতো যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতেও নতুন দায়মুক্তি আইন করে ফেলতো।

বিএনপি-জামায়াতের এখন একমাত্র ইস্যু যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানো।

রোববার জাতীয় জাদুঘরে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে হবে এটাই এখন বিএনপি-জামায়াতের একমাত্র রাজনৈতিক ইস্যু। কারণ তারা জানে, মুক্তিযুদ্ধের সময় তারা যে নিষ্ঠুরতা ও বর্বরতা করেছে তা নতুন প্রজš§ জানতে পারলে বিএনপি-জামায়াতের রাজনীতি থাকবে না। এ জন্যই তাঁরা এখন বিচলিত হয়ে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে উঠে-পড়ে লেগেছে। ’

তিনি আরো বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী একবারও যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলেননি। তারা মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন। তাদের কোটি টাকার বাণিজ্য করার সুযোগ করে দিয়েছেন। প্রশাসনেও তাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। ’

তিনি বলেন, ‘বিএনপি দেশের অবকাঠামো উন্নয়ন চায় না। এ জন্য ভারতের সরকারি এক্সিম ব্যাংকের সঙ্গে চুক্তিকে বেসরকারি ব্যাংকের সঙ্গে চুক্তি বলে মিথ্যাচার করছে। ’

স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল  হকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হাসান মাহমুদ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, সংগঠনের মহাসচিব ডা. ইকবাল আর্সলান প্রমুখ।

বাংলাদেশ সময় ২১২০ ঘণ্টা, ০৮ আগস্ট, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।