bangla news

জামিন নামঞ্জুর, ফের কারাগারে আরিফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৪-১১ ৫:১২:২৭ এএম

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সিসিকের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন নামঞ্জুর হয়েছে। উচ্চ আদালতের দেওয়া অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ বাড়াতে সোমবার (১১ এপ্রিল) দুপুরে সিলেট দ্রুতবিচার ট্রাইব্যুনালে হাজির হন আরিফ।

সিলেট: সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সিসিকের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন নামঞ্জুর হয়েছে।

 

উচ্চ আদালতের দেওয়া অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ বাড়াতে সোমবার (১১ এপ্রিল) দুপুরে সিলেট দ্রুতবিচার ট্রাইব্যুনালে হাজির হন আরিফ।

শুনানি শেষে জামিনের মেয়াদ না বাড়িয়ে তা নাকচ করে ফের তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন বিচারক মকবুল আহসান।  

সিলেট দ্রুতবিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর বাংলানিউজকে এ তথ্য জানিয়ে বলেন, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় উচ্চ আদালত থেকে ১৫ দিনের জামিনে ছিলেন আরিফুল হক। জামিনের মেয়াদ শেষ হওয়ায় অত্র আদালতে হাজির হয়ে আরিফ অসুস্থতার বিষয়টি তুলে ধরে ফের জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে কারাগারে প্রেরণের জন্য পুলিশকে নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
এনইউ/জেডএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2016-04-11 05:12:27