ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রাজধানীর মিরপুর-আগারগাঁওয়ের জীবনযাত্রা স্বাভাবিক

ইসমাইল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, জুলাই ৭, ২০১১
রাজধানীর মিরপুর-আগারগাঁওয়ের জীবনযাত্রা স্বাভাবিক

মিরপুর-আগারগাঁও থেকে ইসমাইল হোসেন: বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের ২য় দিন বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ও আগারগাঁওয়ের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।

মিরপুর থেকে গুলিস্তান, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, মহাখালী, উত্তরা এয়ারপোর্ট, সাভারসহ সব রুটের বাস সকাল থেকেই চলাচল করছে।



এ ছাড়া সকাল সাড়ে ৬টা থেকে এ এলাকায় রিক্সা, সিএনজিচালিত অটোরিক্সাসহ সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে।

 সকাল থেকেই কিছু দোকানপাট খোলা দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো দোকানপাট খুলতে শরু করেছে।

এদিকে, অফিসযাত্রীদের নির্ভয়ে বাসে চড়ে তাদের গন্তব্যে যেতে দেখা যায়।

মিরপুর-১০ গোলচত্বরসহ বিভিন্ন পয়েন্টে পুলিশ ও র‌্যাব সদস্যরা সতর্ক অবস্থানে আছে।

সকাল থেকে হরতালের পক্ষে বা বিপক্ষে কোনো মিছিল  বা পিকেটিং করতে দেখা যায়নি।

অপরদিকে, সকাল পৌনে ৯টার সময় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে দেখা যায় জীবনযাত্রা অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। শহরের বিভিন্ন রুটে বাস-মিনিবাসসহ সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

যাত্রীদের বাসে চড়ে বিভিন্ন গন্তব্যে যেতে দেখা যায়।

তবে রাস্তায় পুলিশ ও র‌্যাব টহল দিচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।