ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ফারুকের শারীরিক অবস্থা অপরিবর্তিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জুলাই ৬, ২০১১

ঢাকা: পুলিশের বেধড়ক পিটুনিতে আহত বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

তার সারা শরীরে প্রচণ্ড ব্যথা।

মাথায় ১১টি ও সারা শরীরে ৮টি সহ মোট ১৯টি সেলাই দিতে হয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলানিউজকে জানান, ‌`ফারুকের শরীরে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এতে বড় ধরনের কোনও সমস্যা ধরা পড়েনি। তবে আগামীকাল (বৃহস্পতিবার) তার মাথার সিটিস্ক্যান না করা পর্যন্ত কোনও মন্তব্য করা সম্ভব নয়। `

বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘বিএনপির এই নেতাকে পুলিশ নির্দয়ভাবে নির্যাতন করেছে। তিনি হাঁটু, হাতের কব্জি, বুকে ব্যথা অনুভব করছেন। সেই সাথে শ্বাস নিতে কষ্ট বোধ করছেন। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে কি না মাথার সিটি স্ক্যান করার পর তা নিশ্চিত হওয়া যাবে। তার আগ পর্যন্ত তাকে শঙ্কা মুক্ত বলা যাচ্ছে না। `

উল্লেখ্য, বিরোধী দলীয় এই নেতা আহত হলে বুধবার দুপুর ১২টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।

এর আগে হাসপাতালের নিউরো সার্জন বজলুল করিমের তত্ত্বাবধানে তার শারীরিক পরীক্ষা করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুলাই ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।