ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

হরতালের যৌক্তিকতা মানুষ বোঝে না: সুরঞ্জিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জুলাই ৬, ২০১১
হরতালের যৌক্তিকতা মানুষ বোঝে না: সুরঞ্জিত

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য ও প্রবীণ সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘বিরোধী দলের হরতালের যৌক্তিকতা মানুষ বোঝে না। কেন এই হরতাল?’

তিনি বিরোধীদলীয় চিফ হুইপের ওপর পুলিশের নির্যাতনের নিন্দা জানান।



বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার যদি চান, তবে সংসদে আসতে হবে। মহাজোট সরকার তত্ত্বাবধায়ক সরকার দিতে পারবে না। দিতে পারবে একমাত্র সংসদ। আমরা উচ্চ আদালতের রায়ের বাস্তবায়ন করেছি। ’

বিরোধীদলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা এখানে (সংসদে) আসবেন না। কমিটিতে আসবেন না। নির্বাচন কমিশনে যাবেন না। ১ বছর অপেক্ষা করেছি। তাহলে হরতাল কেন?’

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশের নির্যাতন বিষয়ে সুরঞ্জিত বলেন, ‘এই ঘটনায় আমরা নিন্দা জানাই, প্রশংসা নয়। বিষয়টি তদন্ত করে দেখা যাবে। যে ঘটনা ঘটেছে, তাতে আমরা কিছু বলতে চাই না। আদালতই এটা দেখবে। ’

এর আগে তিনি বলেন, ‘সংসদে এসে যদি বলতেন তারা তত্ত্বাবধায়ক সরকার চান, তবে বোঝা যেত তারা কী চান। কিন্তু এখানে আসবেন না। বাইরে বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন। নির্বাচিত সরকারকে বিব্রত করা চেষ্টা করছেন। ’

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার চাইতে হলে সংসদে আসতে হবে। যদি না আসেন তবে বুঝবো আপনারা ২১ আগস্টের ঘটনার বিচার চান না। চার্জশিট যদি ভুল হয়ে থাকে, তবে কোর্টে যেতে পারতেন। ’

এর আগে জাসদের সংসদ সদস্য মইনুদ্দীন খান বাদল বিরোধীদলীয় চিফ হুইপের ওপর পুলিশী নির্যাতন প্রসঙ্গে বলেন, ‘বিষয়টি নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে ৩০১ বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি আশা করছি। ’

সুরঞ্জিতের বক্তব্যের পর আব্দুল মান্নান বলেন, ‘আজকের হরতালের নিন্দা জানাই। ’

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুলাই ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad