ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

হরতালে ভ্রাম্যমান আদালতে দণ্ডিত ১৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জুলাই ৬, ২০১১

ঢাকা: বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে ১৭ হরতাল সমর্থকের ভ্রাম্যমান আদালতে দণ্ডিত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারি উপ-পুলিশ কমিশনার (এজিসি) মাসুদুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।



তিনি জানান, রাজধানীতে হরতালের বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

সাজপ্রাপ্তদের মধ্যে কাফরুল থানার ৭ জনের মধ্যে ৩ জনকে ৩ মাস ও ৪ জনকে ২ মাস, চকবাজার থানার ৪ জনের মধ্যে ৩ জনকে ৭ দিন ও একজনকে ২ দিন, শ্যামপুর থানার ৩ জনকে এক মাস, কদমতলী থানার ১ জনকে ২ মাস, বাড্ডা থানার ২ জনের মধ্যে একজনকে ৬ মাস ও এক জনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

প্রসঙ্গত, ভ্রাম্যমান আদালত আইন ২০০৯ অনুযায়ী গত ১২ ও ১৩ জুনের টানা ৩৬ ঘণ্টার হরতালে প্রথম মাঠে নামে দশটি ভ্রাম্যমান আদালত। চলতি ৪৮ ঘণ্টার হরতালে ওই দশ কোর্ট আবার মাঠে নেমেছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুলাই ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।