ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সরকার এখন আইসিউতে আছে: আজহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জুলাই ৬, ২০১১

ঢাকা: জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিমে আজহারুল ইসলাম বলেছেন, ‘সরকার এখন আইসিইউতে আছে। কিছুদিন পর লাইফ সাপোর্ট দিতে হবে’  

হরতালের প্রতিক্রিয়া জানাতে বুধবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।



তিনি বলেন, ‘৪৮ ঘণ্টার হরতালে যদি সরকারের টনক না নড়ে এবং বিরোধী দলের উপর অত্যাচার-নির্যাতন বন্ধ করা না হয় তাহলে জনগণ সরকার পতনের এক দফা দাবিতে চূড়ান্ত আন্দোলনে নামতে বাধ্য হবে। ’

এ সময় হরতালে বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুকের উপর পুলিশের হামলা ও নির্যাতনের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান তিনি।

এটিএম আজহার বলেন, ‘সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। তারা গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন চালু করতে চায়। ’

তিনি জানান, হরতালে বুধবার বিকেল পর্যন্ত সারা দেশ থেকে জামায়াতে ইসলামীর দেড়শ’ নেতা-কমীর্কে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ দিয়ে অর্ধশতাধিক নেতাকর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। ’

তিনি বলেন, ‘হরতাল, মিছিল সমাবেশ প্রত্যেক নাগরিকের সংবিধান স্বীকৃত মৌলিক ও গণতান্ত্রিক অধিকার। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল (মঙ্গলবার) ঘোষণা দিয়েছেন- বিরোধী দলকে রাজপথে কোন মিছিল করতে দেওয়া হবে না। তার এ ঘোষণা অগণতান্ত্রিক ও স্বৈরাচারী। ’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হরতালে মিছিল- মিটিং হচ্ছে না তা ঠিক নয়। কারণ মিছিল মিটিং না করলে গ্রেপ্তার ও আহত হওয়ার ঘটনা ঘটতো না। ’  

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন-মিছিল মিটিং করে রাজপথে ভাংচুর করতে দেওয়া হবে না। তিনি কিভাবে জানলেন মিছিল মিটিং করলে ভাংচুর হবে? নিশ্চয় তারা তা করে আসছে। ’

সংবাদ সম্মেলনে আরো ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান, প্রচার সম্পাদক অধ্যাপক তাসনীম আলম, ঢাকা মহনগর আমীর মাওলানা রফিকুল ইসলাম খান, মহানগর সেক্রেটারী জেনারেল সাংসদ হামিদুর রহমান আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।