bangla news

ধনবাড়ীতে বিএনপি-জাপা নেতাকর্মীদের আ’লীগে যোগদান

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৪-০৬ ১১:৩৩:২৪ এএম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইলের ধনবাড়ীতে বিএনপি ও জাপার অসংখ্য নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। বুধবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্বরে এ উপলক্ষে এক জনসভার আয়োজন করে।

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীতে বিএনপি ও জাপার অসংখ্য নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

বুধবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্বরে এ উপলক্ষে এক জনসভার আয়োজন করে।

জনসভায় আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া দিয়ে মধুপুর ও ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান (জাপার সাবেক সভাপতি) আনিছুর রহমান খান, ধনবাড়ী উপজেলার বিএনপির যুগ্ম-আহ্বায়ক জয়নাল আবেদীন খান ও বকুল খান আওয়ামী লীগে যোগদান করেন। এ সময় তাদের নেতৃত্বে বিএনপি-জাপার পাঁচ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হারুনার রশিদ হীরার সভাপতিত্বে যোগদান সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, মধুপুর পৌর মেয়র মাসুদ পারভেজ, মীর ফিরোজ আহম্মেদ, নব যোগদানকারী নেতা মধুপুর ও ধনবাড়ী উপজেলা ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ০৬ এপ্রিল, ২০১৬
এটিআর/আরএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2016-04-06 11:33:24