ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

এটা অনভিপ্রেত ঘটনা: ফারুকের ওপর লাঠিচার্জ প্রসঙ্গে টুকু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জুলাই ৬, ২০১১
এটা অনভিপ্রেত ঘটনা: ফারুকের ওপর লাঠিচার্জ প্রসঙ্গে টুকু

ঢাকা: বিএনপির চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশের বেধড়ক লাঠিচার্জের ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, এটা একটি অনভিপ্রেত ঘটনা। আর পুলিশ তার দায়িত্ব পালন করেছে।



বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে হরতাল প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি মরণ খেলা বন্ধ করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, চারদলীয় জোট দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে ব্যাহত করতে চায়।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হরতালের লক্ষ্য যদি হয় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সে পথ এখনও খোলা আছে। বিরোধী দলকে তিনি সংসদে এসে কথা বলার আহ্বান জানান।

হরতাল চলাকালীন জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি হামলার প্রসঙ্গে শামসুল হক টুকু বলেন, ‘এটা একটি অনভিপ্রেত ঘটনা। ভবিষ্যতে যাতে এরকম ঘটনা যাতে না ঘটে সেজন্য সংসদ সদস্যসহ সবাইকে দায়িত্বশীল হতে হবে। ’

লাঠিচার্জের ঘটনায় একজন সংসদ সদস্যের অধিকার এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে কী না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা করা পুলিশের পবিত্র দায়িত্ব। ঘটনাস্থলে পুলিশ তার দায়িত্ব পালন করেছে। ’

তবে কোথাও বাড়াবাড়ি হয়েছে কি না সেটা কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা বলতে পারবেন।

পুলিশ যদি কোথাও বাড়াবাড়ি করে, তবে সে ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া যেতে পারে বলেন তিনি।

প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, ‘একজন নির্বাচিত সংসদ সদস্য যদি মনে করেন তিনি যা খুশি তাই করবেন সেটা ভুল। ’

তিনি বলেন, একজন সংসদ সদস্যের কাজ কী গাড়ি ভাংচুর করা, পুলিশের ওপর চড়াও হওয়া, অকথ্য ভাষায় গালাগালি করা।

সরকারের ভাবমূর্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ব্যাপারে জনগণই সিদ্ধান্ত নেবে। আগামী নির্বাচন আসলেই সেটা বোঝা যাবে। সবাইকে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। ’

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা বিবেকবান মানুষ। বিএনপি ২১ আগস্ট গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটিয়েছে। কোনও শুভচেতনা সম্পন্ন রাজনৈতিক দল এরকম ঘটনা ঘটাতে পারে না। তারা এই হামলাকারীদেরর রক্ষার জন্যই তারা হরতাল ডেকেছে। ’

টুকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলে বেড়াচ্ছেন মহাজোট সরকার জিয়া পরিবারকে ধ্বংস করতে চায়।

এর জবাবে তিনি বলেন, ‘জিয়া পরিবারকে ধ্বংস করার কোনও অভিলাষ বর্তমান সরকারের নেই। তবে কোনও পরিবার যদি নিজেদের অপকর্মের কারণে ধ্বংস ডেকে আনে, তাহলে কেউ তাদের রক্ষা করতে পারবে না। এমনকি মির্জা ফখরুলও এটা পারবেন না। ’

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।