bangla news

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মওদুদ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৪-০৫ ২:২৯:৩৯ এএম
ব্যরিস্টার মওদুদ আহমদ

ব্যরিস্টার মওদুদ আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। মঙ্গলবার (০৫ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৫ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তার সঙ্গে গিয়েছেন স্ত্রী হাসনা মওদুদ। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক চার্লিস থোর অধীনে তিনি চিকিৎসা নেবেন।

ব্যরিস্টার মওদুদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন বাংলানিউজকে বলেন, কফ, শ্বাসকষ্ট, বুকে ব্যথাজনিত অসুস্থতায় ভুগছেন ব্যরিস্টার মওদুদ। ঢাকায় তিনি রাজধানীর বসুন্ধরার অ্যাপলো হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
আইএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2016-04-05 02:29:39