ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আটক ১০

ইশতিয়াক হুসাইন, সিনিয়র করেসপন্ডেন্ট আসাদ জামান, মুহিবুব জামান স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, জুলাই ৬, ২০১১
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আটক ১০

ঢাকা: টানা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায়  বেলা ১২ টা পর্যন্ত কোনও নেতা-কর্মী আটক না হলেও এর কিছুপরেই ১০ জনকে আটক করেছে পুলিশ।

এদের মধ্যে দু’জনের নাম জানা গেছে।

এরা হলেন-নাসির ও হান্নান।

পুলিশ এদের আটকের পরপরই পল্টন থানায় নিয়ে গেছে।

এদের কেউই বিএনপির নেতা-কর্মী নন বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

তবে পুলিশের দাবি, এরা সবাই বিএনপি কর্মী।

নামপ্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ‘অনেক পথচারীই তো আসা-যাওয়া করছে। কিন্তু আমরা তো সবাইকে গ্রেপ্তার করছি না। ’
 
এর আগে গত ১২ ও ১৩ জুন টানা ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে পার্টি অফিসের গেট থেকে সাংসদ লায়ন হারুনুর রশিদ, সাবেক সাংসদ নাজিমউদ্দিন আলমসহ প্রায় ৩০ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

তবে ৪৮ ঘণ্টার হরতালের প্রথম ৬ ঘণ্টায় এখান থেকে কোনও নেতা-কর্মী আটক হননি।

আগের হরতালগুলোতে বিএনপির সিনিয়র নেতাদের পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অফিসে আসার চেষ্টা করতেন। এবার সে রকম চেষ্টা তাদের মধ্যে লক্ষ্য করা যায়নি।

তাছাড়া যে ক’জন নেতা-কর্মী গত রাত থেকেই অফিসে অবস্থান করছেন তাদের আগলে রেখেছেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনও অবস্থাতেই গেটের বাইরে যেতে দিচ্ছেন না।

সকাল ৮ টার দিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিনকে কেন্দ্রীয় কার্যালয় থেকে আটকের চেষ্টা করে পুলিশ। এ সময় যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী তাকে ছাড়িয়ে নেন।  

এ ব্যাপারে রুহুল কবীর রিজভী বাংলানিউজকে বলেন, ‘এদিকে কেউ আসতেই পারছে না। আটক করবে কাকে?’

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, জুলাই ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।