ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ঢিমেতালে চলছে রংপুরের হরতাল

সাজ্জাদ বাপ্পী, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জুলাই ৬, ২০১১

রংপুর: রংপুরে বিএনপি, জামায়াত ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতাল বুধবার সকাল ৬টায় শুরু হয়েছে তবে অনেকটাই ঢিলেঢালা ভাবে।

শহরের স্কুল-কলেজ, ব্যাংক, অফিস-আদালত খোলা রয়েছে।

দূরপাল্লার কোন বাস ছেড়ে না গেলেও শহরের অভ্যন্তরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে জেলার রেলস্টেশনে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পার্বতীপুর, কাউনিয়া, লালমনিরহাট ও শান্তাহারের উদ্দেশ্য চারটি ট্রেন ছেড়ে গেছে।
 
শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও রাস্তায় কোথাও কোন পিকেটার নেই।

সকাল থেকে বিএনপি ও জামায়াত অফিস ঘিরে রেখেছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, জুলাই ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।