ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

নরসিংদীতে বিএনপির মিছিলে লাঠিচার্জ: আহত ১০

জেলা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জুলাই ৬, ২০১১

নরসিংদী: নরসিংদীতে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথমদিন বুধবার বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।



প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে শহরের বাজিরমোড়ে সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকনের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল বের করা হলে বিনা উস্কানিতে পুলিশ লাঠিচার্জ করে। এতে বিএনপির অন্তত ১০ নেতা-কর্মী আহত হন।

এদিকে, ভোরবেলায় শহরের বাসাইল এলাকায় হরতাল  সমর্থনকারীরা রেললাইনে আগুন রেল ধরিয়ে দেয়।

এর ফলে, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহসহ কয়েকটি জেলার সঙ্গে প্রায় ১ ঘণ্টা ট্রেন চলাচল বিচ্ছিন্ন ছিল।

এছাড়া নরসিংদী থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। দোকানপাট বেশির ভাগই বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।