ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

লক্ষ্মীপুরে হরতালে ছাত্রদলের ৩ কর্মী আটক

সাইফুল ইসলাম স্বপন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জুলাই ৬, ২০১১

লক্ষ্মীপুর: বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকে টানা ৪৮ ঘণ্টার হরতাল লক্ষ্মীপুরে বুধবার শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।

তবে পিকেটিং করার সময় পুলিশ দালাল বাজার থেকে  ছাত্রদলের ৩ কর্মীকে আটক করেছে।

 

এদিকে, সকাল থেকেই জেলা শহরের বিভিন্ন পয়েন্টে যুবদল, ছাত্রদলের কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে পিকেটিং করছেন।  

শহরে কিছু কিছু রিকশা চলাচল করলেও সিএনজিচালিত অটোরিকশা, বাস, মিনিবাস, টেম্পুসহ অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা যায়নি। লক্ষ্মীপুর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি বা আসে নি।

এছাড়া লক্ষ্মীপুর-ভোলা ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। জেলা ও উপজেলা শহরের দোকানপাট খোলেনি।

অপরদিকে, সকাল সাড়ে ৯টার দিকে উত্তর স্টেশনে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে হরতালের সর্মথনে মিছিল বের করা হয়।

শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।