ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

হরতাল সফল করতে দেশবাসীকে খালেদার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, জুলাই ৬, ২০১১
হরতাল সফল করতে দেশবাসীকে খালেদার আহ্বান

ঢাকা: হরতালসহ পরবর্তী সকল আন্দোলন কর্মসূচি সফল করার জন্য দেশবাসীকে আহবান জানিয়েছেন বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার রাতে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।



বেগম খালেদা জিয়া বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ সংবিধানের ৫১টি সংশোধনী দেশের জনগণ গ্রহন করেনি। সুতরাং বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য হরতাল ডাকেনি। দেশ, গণতন্ত্র ও জনগণের স্বার্থ রক্ষার জন্য হরতাল ডেকেছে। ’

তিনি বলেন, ‘সংবিধানে যতই লেখা হোক জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি, তাতে কোনো লাভ হবে না। দেশের মানুষ জানে জিয়াউর রহমান-ই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। ’

তিনি বলেন, ‘সংবিধান সংশোধন করে একদলীয় শাসন কায়েমের মাধ্যমে সরকার আজীবন ক্ষমতায় থাকার স্বপ্নে বিভোর। সংসদ ভেঙ্গে না দিয়েই করতে চায় নির্বাচন। কারণ, তারা বুঝতে পেরেছে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীণে নির্বাচন হলে তাদের ভরাডুবি হবে। ’

শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় সংগঠনটির প্রায় অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।