ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জাপার রুদ্ধদ্বার বৈঠকে মহাজোটের সাফাই, প্রেসিডিয়াম সদস্য লাঞ্ছিত

সেরাজুল ইসলাম সিরাজ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, জুলাই ৫, ২০১১
জাপার রুদ্ধদ্বার বৈঠকে মহাজোটের সাফাই, প্রেসিডিয়াম সদস্য লাঞ্ছিত

ঢাকা: জাতীয়পার্টির রুদ্ধদ্বার বৈঠকে মহাজোটের সাফাই গাওয়ায় প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু লাঞ্ছিত হয়েছেন। সভার এজেন্ডা এবং আলোচনা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ধুম্রজালের সৃষ্টি হয়েছে বলে পার্টি সূত্র জানিয়েছে।



বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় কমিটির একাধিক সাংগঠনিক সম্পাদক বাংলানিউজকে বলেছেন চিঠি পাঠানোর পাশাপাশি মোবাইল ফোনে সভায় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে বলা হয়। যা জাতীয় পার্টির ক্ষেত্রে বিরল ঘটনা। সে কারণে ধরে নিয়েছিলাম খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য বসা হচ্ছে।

জানা যায়, এরশাদ ঘণ্টাব্যাপী বক্তব্য প্রদান শেষে তেল-গ্যাস বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য জাপা সরকারের আমলের জ্বালানি প্রতিমন্ত্রী জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে বক্তব্য দেওয়ার জন্য বলেন তিনি।

এর পরে জিয়া উদ্দিন আহমেদ বাবলু তার বক্তব্যে কয়েকবার বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এরশাদ সরকার বাপেক্স প্রতিষ্ঠা এবং জ্বালানি বিভাগে কাজ করেছিলেন বলে বক্তব্য দেন। এ সময় নেতাকর্মীরা তাকে (জিয়া উদ্দিন বাবলু) আওয়ামী লীগের দালাল বলে চিৎকার শুরু করে দেয়। শুরু হয়ে যায় হইচই। পরে মহাসচিব এবং প্রেসিডিয়াম সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ’

জাপার এক প্রেসিডিয়াম সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, হঠাৎ করে কেন জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে তেল-গ্যাস নিয়ে বক্তব্য দিতে বললেন এই বিষয়টি আমাদের কারও কাছেই পরিষ্কার না।   তেল-গ্যাস বিষয়ে দলের অবস্থান তুলে ধরতে হলে জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে দিয়ে একটি সংবাদ সম্মেলন করলেই হতো তার জন্য কেন সারাদেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় আনতে হবে। ’

তিনি আরও বলেন, ‘নেতাকর্মীরা এরশাদকে আওয়ামী জাতীয় পার্টি করবেন, নাকি প্রকৃত জাতীয় পার্টি করবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন। ’

মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বাংলানিউজকে সভায় হইচই হওয়ার কথা স্বীকার করে বলেন, এটি একটি সামান্য ঘটনা। পার্টিতে এ ধরনের হতেই পারে। একে বড় করে দেখার কিছু নেই।

‘সভার এজেন্ডা বিষয়ে তিনি বলেন, জাপা আগামীতে কি ভাবে রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ’

‘সভার পরে অনেক বার ফোন করা হলেও জিয়া উদ্দিন বাবলু ফোন রিসিভ করেন নি। উল্লেখ্য আজ মঙ্গলবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।

সেখানে মিডিয়াকর্মীদের প্রবেশে কঠোর কড়াকড়ি আরোপ করা হয় এবং প্রধান গেট থেকে প্রতিটি ফটকে দলীয়কর্মীদের বসানো হয়। জাপার এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে একাধিক সাংবাদিককে পার্টির কর্মীদের দ্বারা হয়রানির শিকার হয়েছেন।

‘সাংবাদিকরা এ ঘটনা প্রতিবাদ জানালে সভা শেষে পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং এরশাদের প্রেস সচিব সুনীল শুভরায় দু:খ প্রকাশ করেছেন এবং এ ঘটনায় জাপার অফিস স্টাফ মোশারফকে তাৎক্ষণিক বরখাস্ত করার জন্য পার্টির মহাসচিব নির্দেশ দিয়েছেন বলে তিনি দাবি করেছেন। ’

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।