ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

অসাধারণ হরতাল পালিত হচ্ছে: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, জুলাই ৬, ২০১১
অসাধারণ হরতাল পালিত হচ্ছে: ফখরুল

ঢাকা: কোনও প্রকার পিকেটিং ছাড়াই সারা দেশে অসাধারণ হরতাল পালিত হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

বুধবার সকাল ৭ টা ৩৮ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ দাবি করেন তিনি।



তিনি বলেন, সকাল ৬ টা থেকে হরতাল শুরু হযেছে। কিন্তু দুদিন আগ থেকেই সরকার দমন নীতি চালিয়ে যাচ্ছে। দলীয় নেতা-কর্মীদের উপর হামলা, মামলা, গ্রেপ্তার, নির্যাতন, নিপীড়ন অব্যাহত রেখেছে তারা। তারপরও সারা দেশে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কোনও প্রকার পিকেটিং ছাড়াই অসাধারণ হরতাল পালন হচ্ছে।

হরতালের বিরুদ্ধে সরকারের আচরণকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের যে গণতান্ত্রিক অধিকার তা প্রয়োগের জন্যই হরতাল আহ্বান করা হয়েছে। আমরা আশাবাদী হরতাল সফল করার মধ্য দিয়ে জনগণ জানিয়ে দেবে এ সরকারের প্রতি তাদের কোনও আস্থা নেই। ’

দলের শীর্ষ নেতাদের মাঠে দেখা যাচ্ছে না কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হরতাল সফল করার জন্য আমরা তো আহ্বান জানিয়েছি জনগণকে। জনগণ আমাদের ডাকে সাড়া দিয়ে দোকান পাট বন্ধ রেখেছে। রাস্তায় গাড়ি বের করছে না। তাছাড়া আমাদের দলের শীর্ষ নেতারা বিভিন্ন স্পটে অবস্থান করছেন। আর দলের নেতা-কর্মীরা এলে তাদের যেহেতু গ্রেপ্তার করা হচ্ছে, সেহেতু তারা আসবে কীভাবে?’

হরতালের সময়সীমা বাড়ানো হবে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে কোনও দাবি আদায়ে সরকারকে বাধ্য করা কোনও দিনও সম্ভব নয়। আন্দোলন কর্মসূচি চলমান একটি প্রক্রিয়া। এটি অব্যাহত থাকবে। ’

বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, জুলাই ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad