ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

তত্ত্বাবধায়ক বাতিলের বিল বাতিল করলেই আলোচনা: নজরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জুলাই ৬, ২০১১
তত্ত্বাবধায়ক বাতিলের বিল বাতিল করলেই আলোচনা: নজরুল

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের জন্য পাশ করা সংবিধান সংশোধন বিল বাতিল করলেই বিএনপি আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার দুপুর সাড়ে ১২টায় বিএনপি অফিসের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।



তিনি বলেন, ‘জনগণ সংবিধানের এ সংশোধনী মেনে নেয়নি বলেই আন্দোলন হচ্ছে। এমনকি সরকারের সঙ্গে থাকা দলগুলোও এটা মেনে নেয়নি। তবে কাকে খুশি করতে এ সংশোধন?’

বৃহস্পতিবারের হরতালের কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘হরতালে কোনও রূপরেখা থাকে না। ’

নজরুল ইসলাম খান বলেন, ‘মোবাইল কোর্টের মাধ্যমে বেআইনিভাবে আমাদের কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। ভবিষ্যতে হয়তো নেতাদেরও গ্রেপ্তার করা হবে। । এ আইন বাতিল না করা হলে হয়ত কেউই এর হাত থেকে রেহাই পাবে না। ’

তিনি বলেন, ‘সকাল থেকে বিএনপি অফিসে আমাদের অবরুদ্ধ করে রেখেছে। আমরা বের হতে পারছি না। তবুও হরতাল সফল হচ্ছে। ’

সারা দেশ থেকে অসংখ্য আটকের খবর আসছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময় : ১৩০৫ ঘণ্টা, জুলাই ০৬ ঘণ্টা, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।