ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পুলিশের বাধায় রাজশাহীতে বিএনপির মিছল পন্ড

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জুলাই ৫, ২০১১

রাজশাহী: আগামী ৬ ও ৭ জুলাই বিএনপির ডাকা হরতালের সমর্থনে রাজশাহীতে মহানগরীতে দলের মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ।

মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে পুলিশ বিএনপির ৪ কর্মীকে আটক করেছে।



সন্ধ্যা সোয়া ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দলের কেন্দ্রীয় যুগ্ম-হাসচিব ও সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু, মহানগর যুবদল সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, দলের সাবেক জেলা সভাপতি আজিজুল ইসলাম, বর্তমান জেলা সাধারণ সম্পাদক কামরুল মনির সহ বেশকিছু নেতাকর্মীকে অবরুদ্ধ করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টায় নগরীর ভুবনমোহন পার্ক এলাকার দলীয় কার্যালয় থেকে মিজানুর রহমান মিনুর নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল নিয়ে জিরোপয়েন্টের রওনা হন দলের নেতাকর্মীরা। মিছিলটি সিটি কলেজের সামনে পৌঁছুলে বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার শরীফের নেতৃত্বে একদল পুলিশ তাতে বাধা দেয়।

পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে নেতাকর্মীরাও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। লাঠিচার্জের ফলে নেতাকর্মীদের বেশির ভাগই দিগবিদিক পালিয়ে যাওয়ায় মিছিল প- হয়ে যায়।

এ সময় মিছিল থেকে বিএনপির ৪ কর্মীকে আটক করে।

বাকি নেতাকর্মীরা পিছুহটে ভুবনমোহন পার্কে ঢুকে পড়লে পুলিশ সেখানে তাদের অবরুদ্ধ করে রাখে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা অবরুদ্ধ ছিলেন এবং নেতাকর্মীদের ধরপাকড় চলছিল।

বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদত হোসেন মিছিল থেকে ৪ জনকে আটকের কথা স্বীকার করলেও তাদের নাম জানাননি।

মিজানুর রহমান মিনু বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। ’

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।