ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সুষ্ঠু নির্বাচনের জন্য চাই তত্ত্বাবধায়ক সরকার: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জুলাই ৫, ২০১১
সুষ্ঠু নির্বাচনের জন্য চাই তত্ত্বাবধায়ক সরকার: ফখরুল

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলামগীর বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই।

মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর ব্র্যাক সেন্টারে সিএনএস আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন।



তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ অতীতে আন্দোলন সংগ্রাম করলেও আগামী নির্বাচন নিজ দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে সংসদে তা বিলুপ্ত করেছে। ’

এ সময় তিনি আগামী নির্বাচনে ই-ভোটিং চালুরও বিরোধিতা করেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের অধিকাংশ মানুষ অশিক্ষিত। তাই তাদের প্রযুক্তি জ্ঞানও কম। ইভিএম’এ ভোট দেওয়া তাদের জন্য কঠিন। ‘

তিনি অভিযোগ করে বলেন, ‘নির্বাচনে ভোট নিজেদের নিয়ন্ত্রণে আনতে আওয়ামী লীগ মেশিনের মাধ্যমে ই-ভোটিং প্রবর্তন করতে চাইছে। ’  

তিনি আরও বলেন, ‘দীর্ঘ লড়াই আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম। সেই গণতন্ত্রকে ব্যক্তি ও দলের স্বার্থে রুদ্ধ করা হচ্ছে। ’

এ সময় সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিচারপতি আব্দুর রউফ, সাংসদ এমকে আনোয়ার, ড. এম আব্দুল আউয়াল, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ প্রমুখ।

সেমিনারে ই-ভোটিংয়ের বিভিন্ন সুবিধা ও অসুবিধার উপর তুলনামূলক আলোচনা করা হয়। প্রযুক্তিটি শিক্ষা ও ব্যয়ের দিক থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে উপযুক্ত নয় বলেও বক্তারা মত প্রকাশ করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাপ্টেন সালেহ উদ্দিন।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।