ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

হরতাল বানচাল করতেই বিএনপির মিছিলে হামলা: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জুলাই ৪, ২০১১

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘হরতাল বানচাল ও নেতাকর্মীদের মনে ভীতি সঞ্চারের জন্যই বিএনপির মিছিলে হামলা চালানো হয়েছে। ’

সোমবার বিকেলে বিজয়নগরে বিএনপির মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে সন্ধ্যায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।



তিনি বলেন, ‘তারেক রহমানকে ২১ আগস্টের গ্রেনেড হামলায় জড়ানোর প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ শেষে মিছিল নিয়ে যাচ্ছিলাম। আমাদের শান্তিপূর্ণ মিছিলে কোন প্রকার উস্কানি ছাড়াই পুলিশ সামনে ও পেছন থেকে বেধড়ক লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করে। এতে করে আমাদের দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ও যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ শতাধিক নেতা-কর্মী আহত হন। ৭/৮ জন সাংবাদিকও আহত হন। তাদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ’

মির্জা ফখরুল বলেন, ‘মূলত ৬ ও ৭ জুলাইয়ের হরতাল বানচাল করতে ও নেতাকর্মীদের মনে ভীতির সঞ্চার করতেই এ হামলা চালানো হয়েছে। ’

তিনি বলেন, ‘এতে করে আমাদের হরতাল আরো বেশি সফল হবে। ৬ ও ৭ জুলাইয়ের হরতালে জনগণ স্বতস্ফূর্ত সমর্থন দিয়ে সরকারের এই ফ্যাসিস্ট আচরনের জবাব দেবে। ’

তিনি বলেন, ‘গত দু’বছর ধরে আমরা জনগণের সমস্যা নিয়ে আন্দোলন করছি। জন দুর্ভোগের এসব বিষয় থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে আমাদের সমা-সমাবেশে এভাবে হামলা চালানো হচ্ছে। ’

‘বিক্ষোভ মিছিলের অনুমতি ছিলো না। তাই তাদের মিছিল থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। ’ পুলিশের এ ধরনের বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশে বিক্ষোভ মিছিলের জন্য পুলিশের অনুমতি নেওয়া প্রয়োজন তা আমাদের জানা নেই। এ নিয়ম কোন দেশেই আছে বলে আমরা জানি না।

এ সময় এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হরতাল সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি আমরা। ’

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান পটল, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবীর রিজভী, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।