ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

২১ আগস্ট হামলার মামলাকে সরকার প্রভাবিত করেনি: কামরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জুলাই ৪, ২০১১
২১ আগস্ট হামলার মামলাকে সরকার প্রভাবিত করেনি: কামরুল

ঢাকা: ২১ আগস্ট গ্রেনেড হামলার তদন্তে সরকার প্রভাবিত করেনি বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম।

সোমবার সচিবালয়ের নিজ কক্ষে সাংবাদিকতের কাছে তিনি এ কথা করেন।



গত রোববার ২১ আগস্ট মামলার চার্জশিটে তারেক রহমানের নাম আসায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের প্রেক্ষিতে আইন প্রতিমন্ত্রী এ কথা করেন।

তিনি বলেন, ‘হাওয়া ভবন ও তারেকের মদদেই এ হামলা হয়েছিল। তারেক রহমান ছিল কিং মেকার। তার নির্দেশেই হামলা হয়। ’

কামরুল ইসলাম চার্জাশিটের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ঘটনার আগে ও পরে হামলাকারীদের নিয়ে তারেক রহমান একাধিকবার বৈঠক করেছেন।

তিনি আরও বলেন, ‘নতুন করে দেওয়া চার্জশিটে মানুষের আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে। ’ সত্য নির্মম হয় বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়। এই হামলাসংক্রান্ত মামলায় রোববার জমা দেওয়া সম্পূরক চার্জশিটে ৩০ জনকে আসামি করা হয়। এতে তারেক রহমানের নাম রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জুলাই ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।