ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘সন্ত্রাসী কায়দায় সরকার খালেদা জিয়ার জমি দখল করেছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০১০

ঢাকা: সরকার সন্ত্রাসী কায়দায় সাভারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জমি দখল করেছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সন্ধ্যায় নয়াপল্টনের ভাসানি মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যৌথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।



আগামী ৯ আগস্ট বিএনপির গণমিছিলের প্রস্তুতি হিসেবে স্বেচ্ছাসেবক দল এ সভা আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার সন্ত্রাসী কায়দায় সাভারে বেগম জিয়ার জায়গা দখল করে নিয়েছে। ’

সরকার হামলা-মামলা-নির্যাতন চালিয়ে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করে- দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের সব অন্যায়ের জবাব বিএনপি গণতান্ত্রিক ও রাজনৈতিকভাবেই দিতে প্রস্তুত। কিন্তু সরকার গণতান্ত্রিক ও রাজনৈতিকভাবে বিরোধী দলকে মোকাবেলা না করে রাষ্ট্রযন্ত্র দিয়ে যেভাবে হামলা-মামলা-নির্যাতন চালাচ্ছে তা কোনো গণতান্ত্রিক সরকারের কাছে আশা করা যায় না। ’

স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় স্বেচ্ছাসেবক দলের নেতা শরাফত আলী সপু, রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।