ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কেন্দ্রীয় কার্যালয়ে বরিশাল বিএনপির ২ দফা সংঘর্ষ: সরোয়ারসহ আহত ১১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০১০
কেন্দ্রীয় কার্যালয়ে বরিশাল বিএনপির ২ দফা সংঘর্ষ: সরোয়ারসহ আহত ১১

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বরিশাল মহানগর কমিটি গঠন নিয়ে দুই সাবেক মেয়র মজিবুর রহমান সরোয়ার ও আহসান হাবিব কামাল সমর্থকদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়।

এতে সরোয়ারসহ ১১ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে মুরাদ নামে এক কর্মীর অবস্থা গুরুতর। তিনি কামাল গ্রুপের সমর্থক বলে জানা গেছে।

দুপুরে প্রথম দফা সংঘর্ষে সাবেক মেয়র সরোয়ারসহ অন্তত ১০ জন আহত হন।
সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন।

এ সংঘর্ষের পর বরিশাল মহানগর বিএনপির কমিটি গঠনের কাজ প- হয়ে যায়।

এরপর কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা বিএনপির য্গ্মু-মহাসচিব আমানউল্লাহ আমান কমিটি গঠন স্থগিত ঘোষণা করেন।

বিএনপি কার্যালয়ে সংঘর্ষের জন্য সরকারকে অভিযুক্ত করে তিনি বলেন, ‘আমরা যখন কমিটি গঠনের কাজ ৯৫ শতাংশ শেষ করে এনেছি তখনই কিছু বহিরাগত সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালিয়েছে। এ হামলা সরকারের ষড়যন্ত্রের অংশ। এতে সরোয়ারসহ ১০ জন আহত হয়েছেন। ’

আমানউল্লাহ আমান সকাল ১০টায় বরিশালের নেতাদের নিয়ে সভায় বসেন। দুপুর আড়াইটার দিকে দুই সাবেক মেয়রের সমর্থকদের মধ্যে বাকবিত-া শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এ সময় তারা চেয়ার ছোঁড়াছুড়ি শুরু করেন।

এ পরিস্থিতিতে বিকেল ৩টার দিকে কমিটি গঠন স্থগিত করে আমান বলেন, ‘চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করে শিগগিরই কমিটি ঘোষণা করা হবে। ’

এরপর পরিস্থিতি শান্ত হয়ে আসলেও কামাল সমর্থকরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই অবস্থান করছিলেন। বিকেল সাড়ে ৫টার পর সরোয়ার সমর্থকরা এসে অতর্কিতে তাদের ওপর হামলা চালান। এতে কামাল সমর্থক মুরাদ গুরুতর আহত হন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।