ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সরকার অযথা ইস্যু তৈরি করছে: খন্দকার মাহবুব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জুন ২৬, ২০১১
সরকার অযথা ইস্যু তৈরি করছে: খন্দকার মাহবুব

ঢাকা: সরকার অযথা ইস্যু তৈরি করেছে বলে মন্তব্য করলেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সম্মিলিত পেশাজীবী ফোরাম আয়োজিত ‘মানবাধিকার এবং বাংলাদেশে আইনের শাসন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার সব ক্ষেত্রে ব্যর্থ, দেশে আইনের শাসন নেই, মানবাধিকার নেই।

বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ চলছে , মানুষের মৌলিক অধিকার পূরণ হচ্ছে না।

 এসব বিষয় নিয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে সরকার একের পর এক ইস্যু তৈরি করে যাচ্ছে।
সরকার জনগণের সঙ্গে করা ওয়াদার বরখেলাফ করছে। মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়ে অহেতুক কাজে সময় নষ্ট করছে। যুদ্ধাপরাধীর বিচারের ধুয়া তুলছে। ’

তিনি সরকারকে সতর্ক করে বলেন, ‘জনস্বার্থে কাজ করুন, বিরোধী মত দমনের প্রবণতা ত্যাগ করুন। রক্ষী বাহিনীর মতো বর্তমান সময়ে পুলিশ দিয়ে মানুষের উপর জুলুম-নির্যাতন চালানো বন্ধ করুন। ’

সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হামিদুর রহমান আজাদ এমপি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজের) সভাপতি রুহুল আমীন গাজী, সাবেক এমপি অ্যাডভোকেট ফেরদাউস আক্তার ওয়াহিদা প্রমুখ।

সভাপতির বক্তব্যে বিচারপতি আব্দুর রউফ বলেন, ‘দেশে আইনের শাসনের অভাব চলছে, এ অবস্থার অবসান জরুরি। বিচার বিভাগের মতো প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করলে মানুষ আদালতের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। ’

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, ‘বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা নানা কারণে কমছে। পরীক্ষিত জামায়াত নেকাদের বিরুদ্ধে চার্জ গঠন না করেই আটক রাখা হয়েছে। ’

রুহুল আমীন গাজী বলেন, ‘সরকার স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাস করে না। তাই দমনপীড়নের পথ বেছে নিয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৮১০, ঘণ্টা, জুন ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad