ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আ.লীগের অধীনে কোনো নির্বাচন নয়: নজরুল ইসলাম

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুন ২৬, ২০১১
আ.লীগের অধীনে কোনো নির্বাচন নয়:  নজরুল ইসলাম

রাজশাহী: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। ’

রোববার দুপুরে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। একতরফা নীতিতে অর্থপাচারের মামলা দিয়ে মনগড়া রায় ঘোষণা করা হয়েছে। কারণ কোকোর অপরাধ সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে। ’

তিনি বলেন, ‘দেশে এখন দুঃশাসন চলছে। সত্যিকারের গণতন্ত্র হরণ করে আওয়ামী লীগ দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে। যা বাংলার জনগণ কোনো দিনই মেনে নিবে না। ’

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহামন মিনুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ ও কাজী হেনা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।