ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সারাদেশে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জুন ২৬, ২০১১
সারাদেশে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা

ঢাকা: দলীয় নেতা-কর্মী, সমর্থক ও জিয়া পরিবারের ওপর নির্যাতনের প্রতিবাদে রোববার সারাদেশে ‘নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস’ পালন করছে বিএনপি।

জাতিসংঘ ঘোষিত এ দিবসের সঙ্গে সংহতি রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়।



পুলিশী বাধার মুখে দেশের বিভিন্ন স্থানে সভা-সামাবেশ ও বিক্ষোভ মিছিলে করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

চুয়াডাঙ্গা: দলের অস্থায়ী কার্যালয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের শহীদ হাসান চত্বরে পৌঁছালে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন তারা।

পাবনা: জেলা বিএনপির উদ্যোগে দুপুর সাড়ে ১২টার দিকে নেতা-কর্মীদের একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে জেলা বিএনপির সভাপতি কেএস মাহমুদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভোলা: জেলা বিএনপি কার্যালয় থেকে দুপুর ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের বরিশালের দালান সংলগ্ন এলাকায় এলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় বিএনপির নেতৃবৃন্দ বাধা অতিক্রমের চেষ্টা করেও ব্যর্থ হয়।

পরে ওই স্থানেই নেতা-কর্মীরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জুন ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।