ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দেশে নির্যাতন চরম পর্যায়ে পৌঁছেছে: খন্দকার মাহবুব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জুন ২৬, ২০১১
দেশে নির্যাতন চরম পর্যায়ে পৌঁছেছে: খন্দকার মাহবুব

ঢাকা: দেশে রাষ্ট্রীয় নির্যাতন, বিরোধী দলীয় নেতাদের রিমান্ডে নিয়ে নির্যাতন, সাধারণ মানুষকে নির্যাতন, সীমান্তে পাখির মতো নাগরিক হত্যাসহ সর্বক্ষেত্রে নির্যাতন চরম পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

রোববার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।



তিনি বলেন, ‘তারেক রহমান ও কোকোকে এক-এগারোর সময় নির্যাতন করে পঙ্গুত্বের দিকে ঠেলে দেওয়া হয়েছে। বর্তমানে বিরোধী দলীয় নেতা-কর্মীদের নির্যাতন করা হচ্ছে। এ নির্যাতনের বিরুদ্ধে আইনজীবী সমাজ ঐক্যবদ্ধভাবে সরকারকে উৎখাত করতে বদ্ধপরিকর। ’

মাহবুব হোসেন আরও বলেন, ‘দেশে গণতন্ত্র কায়েম হলে কোকোসহ রাজনৈতিক দ-প্রাপ্ত নেতারা আপিল করবেন। ’

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কথায় কথায় হরতাল দিতেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেখানেই যেতেন সেখানেই হরতাল দেওয়া হতো। তাদের ওইসব আন্দোলনের ফসল হলো তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা। ’

মাহবুব বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। সরকার একতরফাভাবে নির্বাচন করলে জনগণ তা গ্রহণ করবে না। বিশ্বেও তা গ্রহণযোগ্য হবে না। ’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুন ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।