ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কোকোর কর ফাঁকির অভিযোগ গঠন শুনানি ফের মুলতবি

মবিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জুন ২৬, ২০১১

ঢাকা: আয়কর ফাঁকির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ফের মুলতবি করা হয়েছে।

রোববার কোকোর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ আক্তারুজ্জামান শুনানি মুলতবি করে আগামী ২৮ জুলাই দিন ধার্য করেন।



কোকোর আইনজীবী অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদ বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

সময়ের আবেদনে বলা হয়,  মামলাটির  বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।   গত বছরের ৯ জুলাই হাইকোর্ট রুল জারি করেন। রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি রাখা আবশ্যক।

গত ২৬ মে শুনানি মুলতবি করা হয়েছিল।

২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত কোকো প্রদর্শিত আয়কর বিবরণীতে ৫২ লাখ ৩৯ হাজার টাকা আয়ের তথ্য গোপন করে তার ওপর প্রযোজ্য কর ফাঁকির  অভিযোগ আনা হয়।

গত বছরের ১ মার্চ জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার শাহীন আক্তার হোসেন এ মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জুন ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।