ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দেশব্যাপী বিক্ষোভের মধ্য দিয়ে নির্যাতন প্রতিরোধ দিবস পালন করছে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জুন ২৫, ২০১১
দেশব্যাপী বিক্ষোভের মধ্য দিয়ে নির্যাতন প্রতিরোধ দিবস পালন করছে বিএনপি

ঢাকা: দেশব্যাপী বিক্ষোভের মধ্য দিয়ে রোববার আন্তর্জাতিক নির্যাতন প্রতিরোধ দিবস পালন করছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাজার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে দলটি।



বৃহস্পতিবার বিশেষ জজ আদালত কোকোকে ৬ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণার পর ওই দিনই বিকেলে নয়াপল্টনে এক বিক্ষোভ সমাবেশ থেকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

কেন্দ্র ঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর কমিটি বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকম-লী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তৃতা করবেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজাম্মেল হোসেন অর্থপাচার মামলায় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে ৬ বছরের কারাদণ্ড  ও ৩৮  কোটি  ৮৩ লাখ টাকা জরিমানা করেন।

সেই সঙ্গে মামলার অপর আসামি সাবেক নৌপরিবহনমন্ত্রী প্রয়াত কর্নেল আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মনকে একই সাজা  দেওয়া হয়।

পাশাপাশি সিঙ্গাপুরের ব্যাংকে জমা করা অর্থ রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করার নির্দেশও দেন আদালত।

মানি লন্ডারিং প্রতিরোধ আইন- ২০০২ এর ১৩ (২) ধারায় এ সাজা দেওয়া হয়। নিম্ন আদালতের রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিলের সুযোগ রয়েছে।
 
এর আগে ২০০৯ সালের ১৭ মার্চ দুদকের উপ-পরিচালক মো. আবু সাঈদ ২৮ লাখ ৮৪ হাজার ৬০৩ সিঙ্গাপুরি ডলার ও ৯ লাখ ৩২ হাজার ৬৭২ মার্কিন ডলার বিদেশে পাচারের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় আরাফাত রহমান কোকো ও ইসমাইল হোসেন সাইমনের বিরুদ্ধে একটি অর্থ পাচার (মানি লন্ডারিং)  মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুন ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।