ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কোরেশীর ‘অন্তবর্তী জাতীয় সরকারের’ প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জুন ২৫, ২০১১
কোরেশীর ‘অন্তবর্তী জাতীয় সরকারের’ প্রস্তাব

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প হিসেবে ‘অন্তবর্তী জাতীয় সরকার’র প্রস্তাব দিয়েছে প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) চেয়ারম্যান ড. ফেরদৌস আহমদ কোরেশী।

শনিবার দুপুরে পিডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রস্তাব দেন।



কোরেশী বলেন, ‘ক্ষমতাসীন দল নির্বাচনের ফলাফল নিজেদের অনুকূলে রাখার জন্য ক্ষমতাকে কাজে লাগাতে পারে সেই বিশ্বাস থেকেই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু গত তিনটি মেয়াদে প্রমাণ হয়েছে অনির্বাচিত জনবিচ্ছিন্ন ব্যক্তিদের সমন্বয়ে গঠিত তত্ত্বাবধায়ক সরকার আমলানির্ভর হয়ে পড়ে ও নির্বাচনকালীন সংকট মোকাবেলায় তারা একেবারেই অক্ষম। ’

তাই তিনি অন্তবর্তীকালীন জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়ে এ সঙ্কট মোকাবেলার প্রস্তাব দেন।

তিনি বলেন, ‘১৯৯৬ সালে ৩টি মেয়াদের জন্য প্রবর্তিত তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ শেষ হয়ে গেছে। এরই মধ্যে আবার হাইকোর্ট এ পদ্ধতিকে অবৈধ ঘোষণা করেছে। এ অবস্থায় আমাদের নতুন কিছু ভাবতে হবে। ’

তার দেওয়া অন্তবর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা অনুযায়ী সরকারের মেয়াদপূর্তির ৩ মাস আগে প্রধানমন্ত্রীর অনুরোধে রাষ্ট্রপতি মন্ত্রিসভা ভেঙে দেবেন ও একটি নতুন মন্ত্রিসভা গঠিত হবে।

ওই মন্ত্রিসভায় অর্থাৎ অন্তবর্তীকালীন জাতীয় সরকারে ক্ষমতাসীন দল থেকে প্রধানমন্ত্রী, বিরোধী দল থেকে হবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পরবর্তী সময় এরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে রাষ্ট্রপতি হতে পারবেন। সরকারের মেয়াদ হবে ৩ মাস।

এ সময় তিনি জাতীয় সরকারের কাজ কী হবে- সে নিয়েও কথা বলেন।

তিনি বলেন, ‘অন্তবর্তীকালীন সরকারের কাজ হবে নির্বাচন পরিচালনা ও ব্যবস্থাপনায় নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা করা। রুটিন ওয়ার্কের বাইরে কোনও মৌলিক বা দীর্ঘ মেয়াদি কাজে হাত দিতে পারবে না। ’

প্রস্তাবিত এ ব্যবস্থার ইতিবাচক দিক তুলে ধরে কোরেশী বলেন, ‘অন্তবর্তীকালীন জাতীয় সরকার দলীয় কোনও সরকার হবে না। বিধায় তত্ত্বাবধায়ক সরকার গঠনের মূল উদ্দেশ্য অপরিবর্তিত থাকবে ও বিরোধী দলের পক্ষে মেনে নেওয়া সহজ হবে। ’

তিনি বলেন, ‘স্বল্পকালের জন্য হলেও মন্ত্রিসভায় পাশাপাশি বসে কাজ করার সুযোগে সরকারি ও বিরোধী দলের মধ্যে যে বৈরীভাব বিদ্যমান, তা কিছুটা হলেও দূর হবে। ’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোকো অপরাধ করেছে কি-না আমাদের জানা নেই। যদি সে অপরাধের কারণে শাস্তি পেয়ে থাকেন, তো ভালো। কিন্তু এ রকম হাজার হাজার অপরাধের বিচার হতে দেখছি না। ’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খালেকুজ্জামান, সঞ্জিব চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শফিক উদ্দীন ভূঁইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুন ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।