ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

রাজপথ ছেড়ে সংসদে আসুন: বিএনপিকে সুরঞ্জিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জুন ২৫, ২০১১
রাজপথ ছেড়ে সংসদে আসুন: বিএনপিকে সুরঞ্জিত

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিএনপিকে রাজপথ ছেড়ে সংসদে এসে আলোচনা করার আহ্বান জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত ।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।



আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত বলেন, ‘আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার, না অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে, সেটা আলোচনা করে ঠিক করা যাবে। ’

তত্ত্বাবধায়ক সরকার না থাকলে আতঙ্কিত হওয়ার সুযোগ নেই জানিয়ে তিনি আরও বলেন, ‘এখনও আড়াই বছর সময় আছে। এর মধ্যে যে কোনও সময় আলোচনা করে গ্রহণযোগ্য সমাধান বের করা যাবে। রাজপথ ছেড়ে সংসদে আসুন, কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে লাভ হবে না । ’

এ সময় সুরঞ্জিত জানান, সংবিধান সংশোধন বিল আইন মন্ত্রণালয় থেকে আজ (শনিবার) সংসদে উপস্থাপন করা হবে। এরপর সেটি আইন বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটিতে পাঠানো হবে। স্থায়ী কমিটিতে আলাপ আলোচনার পর যত তাড়াতাড়ি সম্ভব আবার সংসদে নিয়ে আসা হবে। এর পর সেটা পাশ হবে।  

তিনি বলেন, ‘এতদিন বিএনপি সরকারের পদত্যাগ ও মধ্যবর্তী নির্বাচনের কথা বলেছে, এখন এটা না বলে বলছে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার অবৈধ ও অসাংবিধানিক হয়ে গেছে। যদিও আদালত দুই টার্ম তত্ত্বাবধায়ক সরকার বিবেচনার জন্য সংসদের ওপর ছেড়ে দিয়েছে। আমরা আশা করি বিএনপি রাজপথ ছেড়ে সংসদে আসবে। স্থায়ী কমিটিতে আলোচনায় যাবে। তারা যতক্ষণ খুশি আলোচনা করবে। সভাপতি হিসেবে আমি কথা দিচ্ছি তাদের সময় দেওয়া হবে। ’

সুরঞ্জিত আরও বলেন, ‘এ স্থায়ী কমিটিতে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী একজন সদস্য। তিনি বর্তমানে জেলে। বিএনপি যদি অন্য কাউকে তার পরিবর্তে দিতে চায় তাহলে সংসদ নেত্রীর কাছে চিঠি দিয়ে জানাতে পারে। ’

বিলটি স্থায়ী কমিটি থেকে সংসদে আসার পর বিএনপি এসে কার্যপ্রনালী বিধি অনুযায়ী তাতে সংশোধনী দিতে পারে বা আলোচনা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সুরঞ্জিত বলেন, ‘কৃত্রিম সঙ্কট সৃষ্টি না করে সংসদে ফিরে আসুন। নির্বাচন হবে আড়াই বছর পর, এর যে কোনও সময় আমার আলাপ আলোচানা করে একমত হলে যদি সংবিধান সংশোধনেরও প্রয়োজন হয় তবে সেটা করা যাবে। ‘

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় না। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে চায়। ’

বাংলাদেশ সময়: ১৩৪৪, জুন ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।