ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

৩ জুলাইয়ের হরতাল নিয়ে বক্তব্য নেই বিএনপির

আসাদ জামান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, জুন ২৪, ২০১১
৩ জুলাইয়ের হরতাল নিয়ে বক্তব্য নেই বিএনপির

ঢাকা: কনোকোফিলিপসের সঙ্গে সরকারের গ্যাস উত্তোলন সংক্রান্ত চুক্তির প্রতিবাদে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা ৩ জুলাই এর অর্ধদিবস হরতালের ব্যাপারে প্রধান বিরোধী দল বিএনপির কোনো বক্তব্য নেই।

ওই হরতালে বিএনপি সমর্থন দেবে কি না তা নিয়ে এখন পর্যন্ত দলের নীতি নির্ধারণী পর্যায়ে কোনো বৈঠক হয়নি।

নেওয়া হয়নি কোনো সিদ্ধান্ত।

সম্পূর্ণ বিপরীত মেরুতে থাকা জাতীয় কমিটি ও বিএনপি-জামায়াতের মধ্যে কোনো বিষয়ে ইতিপূর্বে কোনো সমঝোতা লক্ষ্য করা যায়নি। জাতীয় ইস্যুতে সরকার বিরোধী কোনো কর্মসূচিতে কেউ কারও সহযোগিতা চেয়েছে এমন দৃষ্টান্তও নেই।

বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেওলায়ার হোসেন জীবিত থাকাকালে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির একটি হরতালে অযাচিত সমর্থন দিয়ে খোদ তাদের (জাতীয় কমিটি) কাছ থেকেই ধন্যবাদের পরিবর্তে সমালোচনার শিকার হয়েছিলেন।

ওই সময় জাতীয় কমিটি সাফ জানিয়ে দিয়েছিল, ‘আমাদের আন্দোলনে স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত ও তাদের মিত্র বিএনপির কোনো সমর্থন আশা করি না। ’

সার্বিক পরিস্থিতি বিবেচনায় তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালে বিএনপি সমর্থ দেবে কিনা জানতে চাইলে দলটির নীতি নির্ধারণী পর্যায়ে একাধিক নেতার কণ্ঠে অভিন্ন সুর শোনা যায়।

তারা বলেন, ‘বিষয়টি নিয়ে এখনো দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি। আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। ’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলানিউজকে বলেন, ‘তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালের ব্যাপারে দলীয় ফোরামে এখনো কোনো আলোচনা হয়নি। এটি যেহেতু জাতীয় ইস্যু সেহেতু রাজনৈতিক দল হিসেবে বিএনপি একটি সিদ্ধান্ত অবশ্যই নেবে। সেক্ষেত্রে দলীয় ফোরামে আলোচনা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ’

দলের আরেকজন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বাংলানিউজকে বলেন, ‘সমর্থন তো দেব, তার আগে সমর্থন চাইতে হবে না?  তারা কি সমর্থন চেয়েছে?’

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বাংলানিউজকে বলেন, ‘এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দলের পক্ষ থেকে নেওয়া হয়নি। হরতালের মতো একটি স্পর্শকাতর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করেই নিতে হবে। আমার জানা মতে এখন পর্যন্ত এ ব্যাপারে দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি। ’

জাতীয় কমিটির পক্ষ থেকে সমর্থন চাওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে ব্যক্তিগত পর্যায়ে তৃতীয় পক্ষের একজন আমার সঙ্গে কথা বলেছেন। তবে আনুষ্ঠানিকভাবে সমর্থ চেয়েছে কি না আমার জানা নেই। ’

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad