ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

রাজনীতি

বিএনপির সমাবেশের ব্যাপারে সিদ্ধান্ত সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
বিএনপির সমাবেশের ব্যাপারে সিদ্ধান্ত সোমবার দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন

ঢাকা: নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত সোমবার (০৪ জানুয়ারি) জানানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

রোববার (০৩ জানুয়ারি) বাংলানিউজকে তিনি এ তথ্য জানান।



সোমবার দুপুর সাড়ে ১২টায় নগরভবনের সেমিনার রুমে সংবাদ সম্মেলনে তিনি নিজেই এ সিদ্ধান্ত জানাবেন বলেও জানিয়েছেন মেয়র সাঈদ খোকন।

এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না পেয়ে আগামী ৫ জানুয়ারি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করে বিএনপি। রোববার বিকেল ৪টায় কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এসইউজে/আরএইচ

** এবার নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।