ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

রাজনীতি

পীরগঞ্জে বিএনপি-জাপার ৩ শতাধিক নেতাকর্মী আ.লীগে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
পীরগঞ্জে বিএনপি-জাপার ৩ শতাধিক নেতাকর্মী আ.লীগে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা বিএনপি ও জাতীয় পার্টির ৩ শতাধিক নেতাকর্মী ও সমর্থক আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

রোববার (৩ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলার করনাই ঈদগাঁহ মাঠে জাবরহাট ইউনিয়ন বিএনপির নেতা বজির উদ্দীন ও জাতীয় পার্টির নেতা মজলুর রহমান কালুর নেতৃত্বে তারা আওয়ামী লীগে যোগ দেন।


 
জাবরহাট ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক এমপি মো. ইমদাদুল হক।

জাবরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পিয়ার আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, নবনির্বাচিত পৌরসভা মেয়র কশিরুল আলম, মুক্তিযোদ্ধা কৃষ্ণ মোহন রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আখতারুল ইসলাম, যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।