ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

প্রধানমন্ত্রীর বক্তব্য শিষ্টাচার বহির্ভূত: মোশাররফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, আগস্ট ৫, ২০১০
প্রধানমন্ত্রীর বক্তব্য শিষ্টাচার বহির্ভূত: মোশাররফ

ঢাকা: বিএনপি চেয়ারপারসনকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও কুরুচিপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।



বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ ও দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এ  বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

গত ১ আগষ্ট শোকদিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘অতীত দুর্নীতির জন্য খালেদা জিয়ার উচিৎ নাকে খত দেওয়া। ’

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে ড. মোশাররফ বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ দেশের তিন তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি যতবার নির্বাচনে দাঁড়িয়েছেন ততবার জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। তার সম্পর্কে বর্তমান প্রধানমন্ত্রীর এ বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও কুরুচিপূর্ণ। ’

শেখ হাসিনার উদ্দেশ্য তিনি বলেন, ‘দেশবাসী আপনার এ বক্তব্যের ধিক্কার জানিয়েছে। এ সমাবেশ থেকে আমরাও এর ধিক্কার জানাচ্ছি। ’

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বর্তমান সরকার পাহাড় সমান প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। কিন্তু গত দেড় বছরে সরকার তার একটি প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট , দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সরকার সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই ব্যর্থতা আড়াল করতেই বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে। ’

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাখ আমান, রুহুল কবির রিজভী, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী-খান সোহেল, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। সভা পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবদীন ফারুক।

এদিকে সমাবেশ চলাকালে স্বেচ্ছা সেবকদল, যুবদল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দুই দফা হাতাহাতি ও চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে। এ সময়  মাইকে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
 
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad