ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

বিএনপির ২ শীর্ষ নেতার বিরুদ্ধে কুষ্টিয়ায় মামলা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১০

কুষ্টিয়া: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে কুষ্টিয়ার আদালতে বিএনপি’র ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সদর থানা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট দেওয়ান ছরোয়ার বাদী হয়ে কুষ্টিয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন।



বিচারক আব্দুল্লাহ আল মামুন মামলাটি আমলে নিয়ে আগামী আট আগস্ট আদেশের দিন ধার্য করেন।
 
বাদী মামলার আরজিতে উল্লেখ করেন, গত ২৫ জুলাই রাজধানীর মুক্তাঙ্গণে বিএনপির বিক্ষোভ সমাবেশে শাহ মোয়াজ্জেম হোসেন ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া শেখ হাসিনাকে তাঁর বাবার মত পরিনতির শিকার হতে হবে বলে হুমকি দেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।