bangla news

চৌমুহনী পৌরসভায় আ.লীগের প্রার্থী ফয়সল

|
আপডেট: ২০১৫-১২-০৩ ১২:২০:০০ এএম

নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বর্তমান পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল।

নোয়াখালী: নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বর্তমান পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকালে চৌমুহনী পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল তার প্রত্যয়নপত্র সংগ্রহের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

আগামী ৩০ ডিসেম্বর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির চৌমুহনী পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। চৌমুহনী পৌরসভার ৯টি ওয়ার্ড ও ১৮টি কেন্দ্রে ৪৪ হাজার ২০৫ জন ভোটার রয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
পিসি/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2015-12-03 00:20:00