ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আপনারাও রেহাই পাবেন না: সরকারকে মওদুদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, আগস্ট ৪, ২০১০
আপনারাও রেহাই পাবেন না: সরকারকে মওদুদ

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগকে নিষ্ঠুর আচরণ, হামলা, মামলা ও নির্যাতন বন্ধ করার আহবান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘আপনারাও রেহাই পাবেন না। ক্ষমতা থেকে চলে যাওয়ার পর এর থেকেও ভয়াবহ পরিণতি ভোগ করবেন।



বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসকাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘সংবিধান সংশোধন: বর্তমান ও ভবিষ্যত বাংলাদেশের বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের কুরুচিপূর্ণ আচরণ ও কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ বলে মন্তব্য করে মওদুদ বলেন, ‘আপনারা রাজনীতি ক্ষত বিক্ষত করছেন। এ অবস্থা চলতে থাকলে আগামী দিনে অনেকের জন্যই রাজনীতি করা কঠিন হয়ে যাবে। ’

সংবিধান সংশোধনের নামে ক্ষমতাসীনরা উত্তেজনা ও অস্থিরতা ছড়াচ্ছে বলে অভিযোগ তুলে মওদুদ বলেন, ‘আন্দোলন চলছে, চলবে। এ আন্দোলনের মাধ্যমেই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। ’

ইয়ুথ ফোরাম উপদেষ্টা হায়দার আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোট মহাসচিব আব্দুল লতিফ নেজামী প্রমুখ বক্তৃতা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে চান। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আপনাকে ত্যাজ্য করতেন। ’

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।