ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

বিএনপি নেতাদের বিরুদ্ধে পল্টন থানার নোটিশ চার সপ্তাহ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, আগস্ট ৪, ২০১০

ঢাকা: বিএনপি নেতাদের বিরুদ্ধে পল্টন থানার পাঠানো নোটিশটি কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। একই সঙ্গে ওই নোটিশের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেন আদালত।



বুধবার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বানের বেঞ্চ এ আদেশ দেন।

পল্টন থানা ২৯ জুলাই বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম হোসেন ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে ৩ আগস্ট থানায় হাজির হওয়ার নির্দেশ দিয়ে নোটিশ পাঠায়। নোটিশে বলা হয়, গত ২৫ জুলাই পল্টনের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে তারা বক্তব্য রেখেছিলেন। এ অভিযোগে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি নেতারা আদালতে রিট করেন।

গত ২ আগস্ট বিচারপতি সৈয়দ মামনুর রহমান ও সৈয়দা আফসার জাহানের বেঞ্চে এ রিটের শুনানিকালে বিচারক বিব্রত বোধ করেন।

ওইদিনই পরবর্তী পদক্ষেপের জন্য আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়।

প্রধান বিচারপতি মো. ফজলুল করিম বুধবার বিচারপতি আনোয়ারুল হক ও সৈয়দ আবু কাওসার মো. দবির্রুশ্বানের বেঞ্জে পাঠিয়ে দেন।

এ বেঞ্চ পল্টন থানার নোটিশটি কেন অবৈধ ঘাষণা হবে না মর্মে একটি রুল জারি করেন। একই সঙ্গে নোটিশের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেন।

বিএনপি নেতাদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন, ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডবোকেট জামিল আফসার ইলাহি, মীর্জা আল মাহমুদ, আব্দুল্লাহ আল মাহবুব, কামরুল ইসলাম সজল।
রাষ্ট্রপক্ষে ছিলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান।

বাংলাদেশ সময়: ১৩৩০ঘণ্টা,আগস্ট ০৪,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।