ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ষড়যন্ত্র করে জিয়ার নাম মুছে ফেলা যাবে না: দুলু

জেলা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, মে ৩০, ২০১১

নাটোর: বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর সম্পাদক এম. অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘যত ষড়যন্ত্রই হোক বাংলার মাটি থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না। ’

তিনি বলেন, ‘বর্তমান সরকার মানুষের সমস্যা সমাধানের পরিবর্তে মামলা, বিচার ও নির্বাচন পদ্ধতি নিয়ে ব্যস্ত আছে।

আগামীতে তারা কীভাবে ক্ষমতায় যাবে সেই ষড়যন্ত্র করছে। কিন্তু বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত আছে। ’

সোমবার জিয়াউর রহমানের ৩০ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে নাটোর উপশহর মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, ‘এক সংকটময় মুহূর্তে জেনারেল জিয়াকে সিপাহী-জনতা দেশের ক্ষমতায় বসিয়েছিল। তিনি ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। তার সময়ে দেশের উন্নতি ও শান্তি  প্রতিষ্ঠা হয়েছিল। ’

সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, শহিদুল ইসলাম বাচ্চু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।