ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জামিনের আবেদন করলেন সাঈদী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মে ৩০, ২০১১
জামিনের আবেদন করলেন সাঈদী

ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী জামিনের আবেদন করেছেন।

সোমবার সাঈদীর পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার তানভির আহমেদ আল-আমিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর আবেদনটি জমা দেন।



আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের রেজিস্ট্রার শাহিনুর ইসলাম সাঈদীর জামিনের আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিন আবেদন জমা দেওয়ার পর সাঈদীর আইনজীবী তানভির আহমেদ বাংলানিউজকে বলেন, ‘দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ। তিনি বর্তমানে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। ’

কোনও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই সাঈদীকে এগারো মাস ধরে আটক করে রাখা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘শারীরিক অসুস্থতা ও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া তাকে আটক রাখা হয়েছে বিধায় তার জামিন চাওয়া হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মে ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।