ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জাপা তত্ত্বাবধায়ক সরকার সমর্থন করবে না: এরশাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, মে ২৮, ২০১১
জাপা তত্ত্বাবধায়ক সরকার সমর্থন করবে না: এরশাদ

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যন এইচ এম এরশাদ বলেছেন, ‘জাতীয় পার্টি অতীতে কখনো তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে সমর্থন করেনি ভবিষ্যতে-ও করবে না।

শনিবার দুপুরে ধামরাইয়ের জয়পুরায় অবস্থিত জার্মান-বাংলা বাইসাইকেল ও পাওয়ারট্রেড নামের বাইসাইকেল প্রস্তুতকারী কারখানা পরির্দশনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।



এরশাদ বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার আমি মানি না। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এ কলঙ্ক থেকে বেড়িয়ে আসতে হবে। ’

রায়ে তত্ত্বাবধায়ক সরকার অবৈধ ঘোষিত হওয়ার পর জাতীয় পার্টির বিজয় হয়েছে বলেও জানান তিনি।

র‌্যাবের গুলিতে পা হারানো লিমন প্রসঙ্গে এরশাদ বলেন, ‘কেবলমাত্র র‌্যাব নয়, গোটা দেশই যেন সর্বশক্তি নিয়ে উঠেপড়ে লেগেছে লিমনের বিরুদ্ধে। যে কোনো মূল্যে তাকে সন্ত্রাসী সাজাতে ব্যর্থ হয়ে এবার সপরিবারে তাকে সন্ত্রাসী বলা অত্যন্ত দুঃখজনক। ’

দেশের সার্বিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘যেসব প্রতিশ্রতি দিয়ে মহাজোট সরকার ক্ষমতায় এসেছিল তা পূরণে ব্যর্থ হয়েছে। ’

বিরোধী দলের মধ্যবর্তী নির্বাচনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা বিরোধী দল চাইতে পারেনা। তবে সরকার ইচ্ছা করলে নির্বাচন দিতে পারে। আবার বিরোধী দল সংসদে এসে সরকারের বিরুদ্ধে অনাস্থা দিতে পারে। ’

এসময় তার সঙ্গে ছিলেন ছেলে এরিক এরশাদ, কারখানার ব্যাবস্থাপনা পরিচালক এস এম ফখরুজ্জামান, জাতীয় পার্টির সম্পাদক মোস্তাকুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন মিলন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।