ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ঘুরে দাঁড়ালে পালাবার পথ পাবেন না: সরকারকে জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মে ২৮, ২০১১
ঘুরে দাঁড়ালে পালাবার পথ পাবেন না: সরকারকে জামায়াত

ঢাকা: বন্দি নেতাদের মুক্তি না দিলে রাজপথ রক্তে রঞ্জিত হবে বলে সরকারকে সতর্ক করেছে জামায়াত।

সম্প্রতি সরকারের কঠোর অবস্থানে কোনঠাসা হয়ে পড়া জামায়াত পাল্টা হুক্কার দিয়ে আরো বলেছে- ‘জামায়াত-শিবিরের কর্মীরা একবার ঘুরে দাঁড়ালে আপনারা পালাবার পথ পাবেন না।



শনিবার বিকেলে পুরানা পল্টনে জামায়াতের মহানগর কার্যালয় চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা ধমকের সুরে সরকারকে এ হুমকি দেন।

জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত জামায়াতের মানববন্ধনে পুলিশের লাঠি পেটার প্রতিবাদে ঢাকা মহানগর জামায়াত এ সমাবেশ আয়োজন করে।

সমাবেশে শিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘সেদিন লাঠি পেটার সময় যে ক’জন পুলিশ ওখানে ছিলেন তাদের মোকাবেলা করার ক্ষমতা জামায়াত শিবিরের আছে। কিন্তু আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী। তাই কিছু বলিনি। শিবিরের নেতাকর্মীরা ঘুড়ে দাঁড়ালে আপনাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। ’

ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি হামিদুর রহমান আযাদ এমপি বলেন, ‘আমরা কেবল মুখ বুঁজে সহ্য করেছি। এ জন্য আমাদের দুর্বল মনে করবেন না। শিগগিরই জামায়াত নেতাদের মামলা তুলে নিন। বন্দি নেতাদের মুক্তি দিন। নইলে রাজপথ রক্তে রঞ্জিত হবে। ’

সভাপতির বক্তব্যে শিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খান পুলিশের উদ্দেশে বলেন, ‘আমাদের মোকাবেলা করার ইচ্ছা থাকলে ইউনিফর্ম খুলে রাজপথে আসুন। সেখানে আপনাদের মোকাবেলা করা হবে। মনে রাখবেন- জামায়াত শিবিরের কর্মীরা একবার ঘুড়ে দাঁড়ালে আপনারা পালাবার পথ পাবেন না। ’

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘আপনারা ১৪৪ ধারা জারি করে বিরোধী দলকে মাঠে নামতে দেবেন না। সান্ধ্য আইন দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবেন। কিন্তু জনগণ যখন ঘুড়ে দাঁড়াবে তখন ওইসব সান্ধ্য আইনের তোয়াক্কা করবে না। তাছাড়া জামায়াতের শক্তি সম্পর্কেও আশা করি আপনাদের ধারণা আছে। ’  

অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন- জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম, কর্মপরিষদ সদস্য এবিএম মাসুম, মাওলানা আব্দুল হালিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, মে ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।